বুধবার   ১৫ মে ২০২৪ || ১ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৫ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় চালান আসছে শনিবার 

স্পটলাইট ডেস্ক

০১:৩৮, ৩১ জুলাই ২০২১

৫০১

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় চালান আসছে শনিবার 

বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে
বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে।

জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। এই টিকা শনিবার (৩১ জুলাই) ঢাকায় পৌঁছাবে।

এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত